তুমি আসবে এমন প্রত্যয়ে, আমি সুপ্ত কামনাকে সঙ্গী করে
নিভৃতে ভাবছি শুয়ে, তোমার মন জয়ে
কল্পনায় কত যে কি ভাবি, তোমার ছবি আঁকি
তুলির প্রতিটি আঁচড়ে, আমার হৃদয় যায় ছুঁয়ে।


কাটেনা আর একটি মুহুর্তও তোমাকে বিনা
ঘর্মাক্ত বদনে কামাশক্ত ঘ্রাণে,
তোমার দেহের স্পর্শকাতর প্রতিটি স্থানে
নেশার মত আমাকে টানে।


কখনো বা ইচ্ছে করে, তোমার দেহের প্রতিটি কারুকাজ
রং তুলিতে ফুটিয়ে তুলি স্বযতনে,
মনের পরশে দুহাত বুলিয়ে
না পাওয়ার স্বাদ আহরি প্রতিক্ষণে।


আজও সেই অপেক্ষায় কতনা রজনী ফিরে যায়
অবচেতন মোহের ঘোরে ভাবছি শুয়ে,
তুমি আসবে, হয়তো কোনদিন ভালও বাসবে
এমনি এক আত্ববিশ্বাস আছে আমাকে জড়িয়ে।