শোক শুধু বুঝি
স্বজন গেলেই হয়?
প্রিয়জন গেলে
বুঝি কিছু নয়!


সব কিছুই যেন
উদাস হাসির মতো।
কেবল বাড়িয়ে যাচ্ছে
বুকের গভীরে ক্ষত।


বড় ক্ষত বিক্ষত
এ হৃদয়
এহেন আসা যাওয়া
জানি সুনিশ্চয়।


তবুও কিছু ছেড়ে যাওয়া
চোখের কোনে সিক্ততা ছড়ায়
অনিবার অরুনের ম্লানেও
ভাললাগা ভালবাসা বাড়ায়।


মাত্রই এইতো
কদিন হলো সুখের সংলাপে
অকালে প্রস্থান
শোক সঙ্গোপনে।


খাটের পাশে
ফুলগুলো দোলে
হৃদয় জানতে চায়
এই বলে।


কার জন্য এ কবিতা
সে তো ফুলের সুবাসে ভাসে না
স্বপ্নবাজ
স্বপ্ন কথায় আর আসে না।

স্বপ্ন দেখতে শিখেছিলাম
তোমাকে দেখে,
হৃদয় জুড়ে থাকবে তুমি
আমার চোখে।


স্বপ্ন দেখাতে
সবাই কি আর পারে
তোমার স্বপ্ন আমাতে রইলো
স্বপ্নবাজ, ভাল থেকো ওপারে।


(উৎসর্গঃ সদ্যপ্রয়াত প্রিয় মেয়র আনিসুল হক কে)