একটুকরো আকাশ
যেন নীল রেশমি রুমাল
অসারতা তীব্র দহন মাঝেও দেখি
নীল পাহাড় আর সুন্দর সকাল।
আকাশের কিছু নীল
জানালায় পর্দা হয়ে রয়
কার্তিকের কুয়াশাকে
নার্সের শরীর মনে হয়।
যে গৃহ ছেয়ে থাকে
আকাশের ঘন নীলে
মন ছটফট দিনের আলোয়
তবুও যদি মুক্তি মিলে।
জেগে ওঠো কবি
এই তো জেগে ওঠার সময়।
বাংলা কবিতার আসর
আজি বড্ড আলোময়।
নিশির তমসা গত
ফের হয়েছে ভোর।
ঊষার আলোয়
রাঙাও কবি হৃদয় তোর।