বাঁচাও! বাঁচাও! আমায় বাঁচাও! আছ কে?
পশুত্বের উল্লাসে রুদ্ধ বোন- তোর কন্ঠ যে,
আপনার ঘরে বোন নেই? নেই কি মা?
নির্যাতিতার কথা বোন, শুনবেই কেবা?


পূজার মা'র প্রার্থনা, একে একে আস বাবা
আমার ছোট মেয়ে পারবেনা যে সইতে,
আকাশ-বাতাস আজো ভারী পূজার আর্তনাদে
ক্ষমা করে দিস মা, পারিনা বিধাতা বিনা কইতে।
চার বছরের তানহা কি দোষ করেছিল ধরায়
কি দোষ ছিল ওর? ওর কি ছিল নির্দিষ্ট পোশাক?
তনু-খাদিজা আবদ্ধ দেখ ঝালমুড়ির ঠোঙায়
তবু কেন নয় ধর্ষণের শাস্তি করে দিতে নপুংসক।


কেন চুপ নাসরিন-সুলতানা-নারীবাদী প্রমুখ-
ন্যাড়া মাথায়,লজ্জায় কেন চুপ নারীর মুখ,
প্রধানমন্ত্রী আপনি বলেছেন, 'আমরা সব পারি'
নারীই তো ধর্ষিতা, আপনারাও তো নারী।
নেই ধর্মীয় অনুশাসন, নেই মানবতা-মনুষ্যত্ব
চারিদিকে যেন পশুর হাট; মানুষেই করে পশুত্ব,
কে শুনবে নির্যাতিতদের করুণার দোহাই
কে দেবে নিরাপত্তা, কিভাবে পাব রেহাই।


তবে শুনে রাখ ধর্ষকের দোসর ও ধর্ষক!
দিলাম ছুড়ে আজ তোদের এই অভিশাপ,
বিধাতা যেন শাস্তি দেয় তোকে লোহমর্ষক
তোদেরই পরিচয় যেন হয়, তুই ধর্ষিতার বাপ।