অবহেলার ইরেজার
লেখাঃ জহিরুল ইসলাম


একদিন তুমি আমারে খুজবা হন্য হয়ে খুজবা,
কিন্তু পাইবা না আমারে এই শহরের কোথাও!
কি অদ্ভুত আর রহস্যময় ভাবে না আমি হারিয়ে যাব;
জানতেই পারবা না তুমি আমি কোথায় হারিয়ে গেছি।


এই শহরে চলে গিয়ে মানুষ আটকে যায় ট্র্যাফিক জ্যামে,
আর আমি বোকার মতো শুধু আটকে যাই তোমার প্রেমে।
একটা সময় পর তো সিগন্যালে জ্যাম ছাড়ে অথচ তোমার মায়া;
আমারে ছাড়ে না আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রাখে পাঁজরের ভেতর।


কি ভয়ানক এই মায়া অথচ তুমি কখনোই আমার চোখের মায়ায় আটকালে না,
আমার অস্বস্তি লাগে না তোমার মায়াময় আটকাতে আমি খুঁজে পাই পরম শান্তি।
এই কর্পোরেট শহরের দেয়ালে দেয়ালে লেগে আছে অহংকার,
যেমন করে সেটে থাকে বিজ্ঞাপন আঠায় আটকে থাকে বহুদিন।


আমিও বিজ্ঞাপনের মতো তোমার মায়ার আঠায় আটকে গেছি,
নিজেকে পারছি না এই বদ্ধ মায়া হতে রক্ষা করতে কোনকালে।
একদিন এসব কিছুই থাকবে না কালের বিবর্তনে হারিয়ে যাবে সবই,
একদিন আমিও মুছে যাবো পেন্সিলের কালির মতো তোমার অবহেলার ইরেজারে।