স্বাধীনতা তুমি
জহিরুল ইসলাম


স্বাধীনতা মানে নীল আকাশে মুক্ত পাখির ন্যায় ছুটে চলা,
স্বাধীনতা মানে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সত্য কথা বলা।
স্বাধীনতা মানে ধূমকেতুর মতো দুর্বার গতিতে এগিয়ে যাওয়া,
স্বাধীনতা মানে বাংলার সবুজ প্রকৃতি বসন্তের নির্মল হাওয়া।


স্বাধীনতা মানে বঙ্গবন্ধুর মতো হাজার বাঙালির মুক্তির সংগ্রাম,
স্বাধীনতা মানে ছাপ্পান্ন হাজার বর্গমাইলে আটষট্টি হাজা‌র গ্ৰাম।
স্বাধীনতা মানে ভীনদেশী মুক্ত তোমার আমার সোনার বাংলাদেশ,
স্বাধীনতা মানে মায়ের আঁচলে মুখ লুকিয়ে থাকা সুখের আয়েশ।


স্বাধীনতা মানে সব ভেদাভেদ ভুলে ধনী গরিব সবাই সবার আপন,
স্বাধীনতা মানে প্রেমিকের মনে গেঁথে থাকা প্রেম পিয়াসী প্রেমিকা সারাক্ষণ।
স্বাধীনতা মানে সমস্ত দ্বন্দ্ব ভুলে সবাই এক কাতারে শামিল,
স্বাধীনতা মানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের মাঝে মিল।


স্বাধীনতা মানে কবিতার ভাষায় কবির জ্বালাময়ী প্রতিবাদ,
স্বাধীনতা মানে সকলের মাঝে ঐক্য শান্তি সুখের আহ্লাদ।
স্বাধীনতা তুমি আর থেকো না অত্যাচারীর কাছে অসহায় বন্দি,
স্বাধীনতা তুমি হও স্বাধীন শত্রুরা যতই করুক না নতুন নতুন ফন্দি।


স্বাধীনতা তুমি বেকার যুবকের নিকট চাকরি হয়ে দিতে পারো ধরা,
স্বাধীনতা তুমি বসন্ত দিনের সূর্যের আলোয় হাহাকার করা তীব্র খরা।