মন , সে তো হারিয়েছে কবেই
আছে কিছু শুধু ভিখারিনী আবেগ ;
প্রত্যহ ঘুম ভাঙার মত স্বাভাবিক ।
মনের দুয়ারে তালা লাগাতে গিয়েই
বারেবারে থমকে দাঁড়াতে হয় ;
সেই বিকেল ,সেই সোনা -ঝরা রৌদ্দুর,
অবসন্ন সন্ধ্যা অথবা বিষাদময় কোন জনারণ্যে--
সেই গন্ধ আকাসে-বাতাসে ভেসে বেড়ায় ,
ঠিক যেমন ভালবাসার মাহেন্দ্রও-ক্ষণে --
দুজন যেদিন ছিল শুধুই দুজনার ।


মন্দবাসার সংসারে ক্বচিৎ ছন্দপতন ;
অভ্যেসের কিছু রদবদল ;
কিছু প্রতীক্ষা -- কারো জন্য ,
কিছু স্বপ্ন ,কিছু অনুরাগ-অভিসারের পূর্বরাগ
অম্ল-মধুর স্বপ্নগুলো হারিয়ে যাবার ভীতি ।
সেই ভীতিই আজ ভিত্তি হয়ে বসন্তের সর্বনাশ ।


রাগ ভৈরবী আজ ইমন রাগ--
সেই গন্ধও, সেই স্পর্শ --- কাছাকাছি যেনও কোথায় সে ?
অনুরাগ -বিরাগে ভেসে গেছে তীব্র অনুসূয়ায় ,
নেই - নেই - ভালবাসা বলে কিছু নেই
সবটাই শুধু ডোপামিন ভেসোপ্রেসিন-অক্সিটোসিন
ভালবাসার বিতিকিচ্ছিরি হরমোন ।
ভালবাসা আসে তবু ,পদ্ম-পাতায় নীর হয়ে,  
গানে-প্রেমে থেমে যায় সফলতার
যত উদ্দামতা -- নির্ভীক বীর হয়ে
দুঃসাহসের সীমানা লঙ্ঘন ।
অতঃপর তিক্ত বিষাদে অপমান
প্রত্যাখ্যান -- প্রণয়-প্রহসন ।
মন সে তো হারিয়েছে কবেই ,
কালনাগ যেদিন করেছিল দংশন ,
কিছু বিসাদ-মেদুর জীর্ণ লগন ...।