ভুলি নি তোমায় আজো,
মনে পড়ে নির্জন দুপুরে,
অবকাশের কোন সকাল- সাঁঝে ,
একা একা স্মৃতিচারণের নীল নিশীথে
উষ্ণ কাপের কফির ধোঁয়াতে
  মনে পড়ে আজো তোমায় ।


নিঃসঙ্গ কোন ভালবাসা দিবসে,
অথবা বিশেষ বিশেষ উৎসবে,
তরুণ -তরুণীর ভিড়ে ,
খুঁজে ফিরি তোমাকে,
অন্য এক পরিচয়ে ।


আমার একলা আকাশ মেঘে ঢাকা আজ
শূন্য , বড় রিক্ত, বিষাদময় নিলাজ ।
ভালবাসা উড়ে যায় , শরতের আকাশে
ছড়িয়ে হতাশা নির্জন অবকাশে ।
আমার আপনার চেয়ে আপন যে জন
ছিল সখা, সুহৃদ-স্বজন ।


কে বল ছিল আমার সাধনার সারগাম,
ভালো লাগার অনুষঙ্গ, শুভম ! প্রিয়ম !
কার কণ্ঠে ছিল এতো রহস্য?
এত উপহাস, এতো সহাস্য?
নির্ঘুম রজনীর ঘুমের আবেশ ?

মনে পড়ে আজো,
যেখানেই থেকো ,জেনে রেখ
ভুলিনি তোমায় আজো,
  পারিনি ভুলতে এখনো ।।