এ ব্যথা কেমন ব্যথা
  ভাষায় তারে যায় না বলা ,  
হৃদয় দিয়ে ছুঁয়ে যাওয়া
  পরানে পরানে গাঁথা ।


হৃদয়ে হৃদয়ে যবে মিলিবে বাঁধন
ভাষা হারা খুঁজে পাবে বাক্য-বচন ।
হৃদয় না মিলিলে হবে না সাধন,
নির্বিচার নির্বিকার পরানের রোদন ।


এ কি ঈর্ষা ! হতাশা !
নাকি হীনমন্যতা !
শীতল সরীসৃপের কিলবিল
বিচরণ , বক্ষজুড়ে --
হৃদয়ে হেনেছে বারে বারে
"আমারও তো সাধ ছিল ,
ছিল আশা, ভালবাসা ।"


গরল সাগরে অবগাহনে
ভয় নাহি আজ - যাতনা যত
নিন্দা- অপমানে ।


নেই আর লজ্জা ,
প্রথম প্রেমের চপল চাহনি ,
আরশিতে গোপন সজ্জা ।


হে জীবন ,
প্রহসনের রঙ্গমঞ্চে
একেলা কুশীলব ---ক্লান্ত বড় নিত্য সং - সাজে ।


ফুলে আজ সুবাস নেই,
কণ্ঠে নেই গান,
বৈধব্যের বৈকুণ্ঠে যৌবন হইল --
নিষ্প্রাণ- বর্ণহীন ।


বসন্ত একে একে চলে গেছে
  ফিরে আর আসবে না ।


এ কি হতাশার বরিষণ !
নৈরাশ্যবাদীর হা- হুতাশ !
বৃদ্ধস্য- তরুণী ভার্যার
অকাল বৈধব্য !
না বাল্য বিধবার সতীদাহ ?


সকল কথা যায় না বলা,
শুধু প্রাণে প্রাণে সওয়া ,
আকুল করা ভেতরটায়
ভাবনার আকুলি-বিকুলি ।


ভাষা - ধ্বনি - বর্ণ ---অসার সকলি
ভাসায় তারে যায় না কওয়া ।
কি যে যাতনায় জ্বলিছে
ভেতরটায় --- বলিলে বুঝিবে কি?


এ শুধু হৃদয়ের কথা
হৃদয় দিয়ে বোঝা ।
_______________________