বাঁচিবার কেন জাগে সাধ এত?
ব্যর্থ প্রণয়িণী হয়ে
বিজিত সেনার বেশে,
আজন্ম পাপের কণ্টকশয্যায়
কর্কট রোগীর মরণ যণ্ত্রনায়,
অপ্রাকৃতিক জীবনের
অপ্রাপ্তি বাসনায়,
প্রাপ্তবয়স্ক হীনমন্যতায়।


জানি, ফুরায়ে যায় বেলা
অকাল-বৈশাখী ঝড়ে,
কড়িকাঠগুণে চলা
মধ্যবিত্ত সংকটে ;
আকাশকুসুম সংকল্পের
তাসের সংসার।


কেন সাধ তবু জীবন যাপিবার?
ঝুম বৃষ্টিতে রেইন টি পিয়োবার
দুরন্ত অভিলাষ!
সেলে কেনা পূজোর বাজার,
স্বপ্নে দেখা রূপকথার রাজপুত্তুর।
ধুলো-মাখা বাতাসে পুষ্পকরেণু সম্ভার।


অসুন্দরে ঘেরা সুন্দরী ধরণী-
ছেড়ে তো চাইনি যেতে,
আমার অস্তরবির বেলাশেষে।


জানি, অবাঞ্চিত আমি
এই নির্বান্ধব ধরণীতে,
জীবন থেকে নেয়া আমার
আত্মকথার ইতিবৃত্ত।