এ প্রতীক্ষা হয়ত শেষ হয়ে যাবে কোনদিন ,
ক্ষয়ে যাবে ধীরে ধীরে আশার মরীচিকা,
স্বপ্নগুলো একদিন অকাতরে
দুঃস্বপ্নে হারিয়ে যাবে--- আর
সব ব্যথার মত, হৃদয়ের আকুলতা যত।
আমি হেরে যাব, আর প্রতিবারের মত ।


হৃদয় গগনে কুয়াশার মত
মন্দ থাকার সব অভিপ্রায়ে।
কি নিদারুণ কষ্ট আর অসহনীয় জ্বালায়।


এ অপেক্ষা শেষ হয়ে যাবে
হয়ত কোন বিষাদ সিন্ধুতে ,
অবিশ্বাস্য বাকিটাো বিশ্বাস হয়ে যাবে ।
বিধির বিরুদ্ধাচারণের মত ।


মন মানে না , হয়ত মেনে যাবে কোন এক দিন
মেনে নেব নিজের নতুন নিজেকে,
যেটা ভাবিনি কখনো, কোন দুঃস্বপ্নের কালোরাতেও ।
আমার সবটা হারিয়ে এত একা আমি যে
কন্দন-ও আমায় সান্ত্বনা দিতে পারে না ,
দ্বিচারক পুরুষের বিশ্বাস-ঘাতকতা- এত
অসহনীয় ; মেনেও যায় না মেনে নেয়া ।
প্রচণ্ড রাগ ওঠে, জিদ হয় নিজের ওপরে,
কি দোষ ছিল আমার? কেন হল এমন
আমার সাথেই বারেবার ?


এ প্রতীক্ষা একদিন শেষ হয়ে যাবে,
বেঁচে থাকব কি না, জানি না,
মোরে গেলে হেরে যাব, জানি;
বেঁচে থাকলে জ্বলতেই থাকবো,
চিতার অনলে ।
শুকরিয়া আমার নিয়তি ।