অদ্ভুত প্রেম এক বয়ে চলি, বুকের ভেতর,
শহরের সমস্ত পথ শেষ হয় পায়ে হেটে অযুত বার;-
বুকের সমস্ত আকুতি জোয়ারের জলের মতো বাধ ভাঙে,
জীবনের সমস্ত চেস্টা বৃথা হয়; তবুও নাও ভাসাই গাঙে-
সে আসবে ; অন্তত কিছুটা মুহুর্ত শুধুই ভালোবাসবে!
চাওয়া-পাওয়ার না মেলা হিসেব থাক না খানিক নীরবে।
যে চোখের মায়ায় ডুবেছি থাকি না সেখানে কিছুটা মুহূর্ত;
আমার উন্মত্ত ফলা বিধুক সজোরে; তোমার যে নদী তৃষিত!
অনন্ত নির্দিধায় কিছুটা মুহুর্ত স্বর্গ রচনা করি আমরা দুজন!
তোমার গায়ের প্রগাঢ় গন্ধ করি না আরেকটু আস্বাদন!
শিমুল রাঙা যে ঠোঁট ফুলে আছে একটি নিবিড় চুম্বন চেয়ে,
দ্বিধাহীন আরেকটু মুহুর্ত কাটুক আমাদের ওষ্টে ওষ্ট মিলিয়ে।
আমি ভালোবাসি ; এখনো সেই প্রথম মুহুর্তের মতো,
যা আজো বেড়ে চলে ক্রোমাগত;
তুমি শুধু পাওয়ার বাসনা নিয়ে দূরে চলে গেছো অবিরত!
কেন আমারে বিষম পিপাষায় রেখে গেছো এক শুন্যতায়;
সারাদিন চেয়ে থেকে ভগ্ন হৃদয় ভরে ওঠে প্রগাঢ় বেদনায়!
নিশ্বাসের মতো প্রবল আকুতি, শিরায় নেশার মতো উন্মাদনা;
তোমার বাহুর গভীর আলিঙ্গনই আমার বেচে থাকার প্রেরণা।