আজো বয় সে নদীটি-
আধমরা সাপের মতো এঁকে বেঁকে
ভিন্ন নদীর উপর বয়।


একদা উত্তাল পাতাল স্বপ্নিক ঢেউ ছিল
                 দূ'কূল প্লাবিত
ফলাতো তখন সোনালী ফসল;
কখনো বা ভাঙ্গতো....... কখনো বা গড়তো
পরোয়া করতো না কিছুতে নদীটি
তীর ধনুকের মতো ছুটতো
                 দূরে বহুদূর.....


আর এখন তো......
তার বুকে জল নেই
তার বুকে সে তরঙ্গ নেই
ভাঙ্গা গড়ার খেয়াল নেই
আহা! দারুণ নিভৃতে কাঁদে সে নদীটি
বুকে নিয়ে ধূঁ ধূঁ বালি আর নোনা জল।