আমার জীবনে নাই সোনালী ভোর
নাই বহতা দুপুর,
কাঠ ফাটা রোদ্দুরে পুড়েছে মন,
আছে গন গনে আগুন।
বুকের অলিন্দে অতৃপ্ত বাতাস
সর্বক্ষন নাড়িয়ে দিয়ে যায়
আমার খড়কুটোয় বোনা অন্তরের ভিত।
কখনো বানাতে পারিনি রাজ প্রাসাদ,
হতে পারিনি কৃষ্ণের রাধা,
শুনিনি শ্যামের বাঁশি।
এবড়ো-থেবড়ো বন্ধুর পথে চলতে গিয়ে
হোচট খেয়েছি বার বার,
ভালোবাসার চোরাবালিতে ডুবে গিয়ে
পথ হারিয়েছি অমানিশার গহীন অন্ধকারে।
যখনি মেলেছি চোখ-
নতুন আলোর হাতছানিতে
স্বপ্ন হয়েছে খান খান
অন্য মরীচিকায়।