তোমাকে সামনে রেখে কত রকম স্বপ্ন আমার,
হাজারো রঙ্গের ঝাড়বাতী চোখের সন্মুখে নেচে বেড়ায়।
বুকের ভেতর তোলপাড় করা মত্ত উত্তেজনা
যেন কিছুতেই বেগ মানতে চায় না।
ছুরির ফলার মত এক ফালি চাঁদ
মানসিক উষ্ণতায় চলে আসে চোখের পাতায়।
মনের কোণে কান পেতে শুনি গর্জনের উল্লাস-
যেন জোছনার আলোয় স্নান করছি অবাধ ডুব সাঁতারে,
ছু্ঁয়ে যাচ্ছে তোমার অস্পৃশ্য মন বিনা দ্বিধায়।
বুক ভরে শ্বাস নিই মুক্ত হাওয়ায়।
তোমার হাত ধরে হেঁটে বেড়ানোর স্বপ্ন আমার
অনে-ক দিনের,
মেঘলা আকাশের কোলে যেমন রংধনু খেলা করে
তেমনি তোমার হাতের পরশে -
আমার সমস্ত রং যেন আলো ছড়ায়।
ভালো লাগার নিবিড় টানে
বার বার ফিরে যাই স্বপ্ন পূরণের ব্যকুলতায়
তোমার হৃতপিণ্ডের কাছে।