তুমি মিশে আছো এই দেশের প্রতিটি অঙ্গন জুড়ে-
মাটির সোঁদা গন্ধে
আকাশের নীলিমায়,
বাতাসের নাতিশীতোষ্ণ গভীর মৌনতায়,
জড়িয়ে আছো অক্লান্ত নিবিড় আলিঙ্গনে।
ভালোবাসার প্রগাঢ় স্পর্শে
জেগে আছো প্রতি বাঙ্গালীর ব্যথিত প্রাণে।
নিঃশেষিত চেতনার অন্ধকার ফুঁড়ে,
সন্তর্পনে জেগে আছো তুমি
তারুণ্য দীপ্ত বিজয় গৌরবে।
তোমায় ভুলি নি পিতা,
অন্তরে আজও প্রজ্জ্বলিত তোমার বিক্ষুব্ধ চিতা।
হৃদয়ে জ্বালিয়ে প্রতিবাদের আগুন
জন্ম দিয়েছো নতুন গল্প,
নতুন ধানের গন্ধে মাতানো সোনার বাংলাদেশ
হাসি আর আনন্দের পরশ বুলানো
মধুর বাংলাদেশ।
স্মৃতি সৌধের বক্ষ ছু্ঁযে জেগেছে বাঙ্গালী আজ,
জেগেছে উত্তর জেগেছে দক্ষিণ
জেগেছে পূর্ব নিথর পশ্চিম,
নিপীড়িত জনতার বক্ষমূল ছুঁযে
বুনেছো প্রেরণার বীজ।
তুমি আছো বাঙ্গালী আছে
টুঙ্গিপাড়ার শীতল মাটিতে
বইছে অশ্রুধারা,
একটি মুজিব তোমায় হারিয়ে
একাত্তরের ডিঙ্গি ছাড়িয়ে
ক্ষুদ্র ক্ষুদ্র লক্ষ প্রাণে
জেগেছে বাঙ্গালী আজ।
আমরা হয়েছি মুজিব সেনা
বীর বাঙ্গালীর রক্তে কেনা
শোধ করতে সকল দেনা
পরেছি তোমার তাজ।