তোমাকে পেয়ে হোক কিংবা না পেয়ে
আমূল বদলে গেছি আমি আজ।
শেষ বিকেলের মিষ্টি রোদে-
ওঠা হয় না খোলা ছাদে।
শীষ বাতাসে কান পেতে
শোনা হয় না তোমার আগমনী সুর,
দৃষ্টি সীমার শেষ প্রান্তে
আটকে যায় না চোখ অনিশ্চিত প্রতিক্ষায়।
আমি বদলে গেছি-
ড্রইং রুমের কোন জিনিসেই
এখন আর আমার মনযোগ নেই।
ফুলদানিতে শোভা পায় না
কোন রক্ত ছটা গোলাপের তাজা গন্ধ,
অভিমানী পোষ্টার গুলো
নির্বাক তাকিয়ে থাকে ক্ষুব্ধ চোখে।
যেমন থাকে আমার ভেতরে
নিশ্চুপে চাপা পড়া মৃন্ময়ী সেই আমি।
তবুও ব্যথার তীব্রতায়-
দু'চোখের কোল ঘেঁষে ভীড় জমায় না
শিশিরের তপ্ত কণা।