তোমার দিকেই বাড়িয়েছিলাম হাত
তুমি দিলে আমূল হাতটি বেঁকে,
তোমার দিকেই চেয়েছিলাম অনিমেখ
তুমি দিলে স্বপ্ন কাজল এঁকে।


তোমার পায়ে পরিয়ে সোনার বেড়ি
ভেবেছিলাম ধরব লাগাম টেনে,
দেখে হঠাত রোদ্দুরে ঝলমল
কনে আলো বিশ্ব দেবো এনে।


তোমার গায়ে চড়িয়ে রঙ্গিন জামা
রাম ধনুকের সখা হব আজ,
মাখবো গায়ে ফুলের কণা রেনু
থাকবে নাকো বদ্ধ ঘরের সাজ।


তোমার চুলে ভ্রমর কালো মেঘ
বাঁধবে বাসা বলল হঠাত এসে,
তুমি হবে প্রিয়জনে সখা
লাগবে দোলা বিভোর এলোকেশে।


এমনি করে সময়ের হাত ধরে
হৃদয় কুঞ্জে জাগে নতুন আশা,
শ্বেত পাথরের দরজা ফাঁকা করে
করল প্রবেশ অমোঘ ভালোবাসা।