কবিতা আমাকে খা
আজ এই মেঘাচ্ছন্ন দিনে,
আমার সমস্ত অস্তিত্বকে কুণ্ডলী পাকিয়ে
গোগ্রাসে গিলে ফেল এক নিমেষে।
এই নে কবিতা-
ব্যক্তিত্বের আবরণে ঢাকা
রক্ত-মাংসের স্তুপাকারে সাজানো
গোটা আমাকে
টুপ করে গিলে ফেল।
কেউ যেন দেখে না,
সবার অলক্ষ্যে চোখের পলকে
আজ তোর সঙ্গে হবে
আমার কঠিন বসবাস।