তোমাকে আঁকড়ে ধরে বাঁচার সাধ আমার মরে গেছে,
তোমাকে ঘিরে আমার যে জোনাক উল্লাস স্বপ্ন ছিল-
তারা অনেক দিন হয় কাছে আসে না।
মৃত্যুর পিপীলিকারা পাখা ঝাপটায় কর্ণ কুহরে,
মন মন্দিরে প্রবল উচ্ছ্বাসে বাজে না
আকাংখার ঘণ্টা ধ্বনি।
প্রেমাত্মারা বাসা ছেড়ে প্রবাসী হয়ে ঘুরে বেড়ায় অন্যত্র,
অহির্নিশি প্রহর গোণে মৃত্যুর।
তবুও ফিরে আসে বসন্ত-
ফিরে আসে গাছে গাছে নব যৌবনের নতুন পাতার ঝিলিক।
মাটি ফুঁড়ে জন্ম নেয় নতুন চারা,
শিকড় ছড়িয়ে একদিন-
ধীরলয়ে বেড়ে ওঠে পরিণত হয় আকাশ চুন্বী মহীরুহে।
কেবল ফেরো না তুমি।
তাই সময়ের বিবর্তনে
সযতনে গড়া হৃদয় প্রাঙ্গণে
আলো ছড়িয়ে বেড়ে ওঠে না
আর কোন ভালোবাসা।