পিচ ঢালা রাস্তার তপ্ত শ্বাসে,
পথ চলেছি একা নির্জন বিশ্বাসে।
গনগণে সূর্য্যটা আসছে হেঁকে
প্রজাপতি রোদটা গায়ে মেখে।
দুপুরের কড়া রোদে তাঁতে শরীর,
কেঁপে যায় পথ-ঘাট হয় চৌচির।
চৈত্রের খরতাপে ফাটে মাঠ-ঘাট,
জেগে ওঠে সন্মুখে অজস্র বিভ্রাট।
মরে যায় নদী আর শুকায় খাল-বিল,
শান্তির অমিয় ধারা হারায় অনাবিল।