দূর্দান্ত সেই সুখের শৈশবে
অনেক খেলার সাথী,
কাদা মাটি মাখামাখি-
একটুতেই তুমুল মারামারি।
সবকিছু আজ বিস্মৃত,
উদাসিন মনকে করে আলোড়িত।
হাটি হাটি পায়ে শৈশব পেরিয়ে
অন্যায়ের মাত্রা পেরোনো দুরন্ত কৈশর,
মায়ের দুষ্টু-মিষ্টি বকুনিতে সেও গেল
কালের গর্ভে বিলীন হয়ে।
এরপর-
বাতাসে প্রেমের দোলা
নদীতে জলের ঢেউ নিয়ে
ফুল-পাখিদের মিলন মেলায়
সংগোপনে আসে মধুর বসন্ত।
যেদিকে দু'চোখ যায়
ভাল লাগার উচ্ছ্বাসে
মন হয় মাতোয়ারা।
আকাশে-বাতাসে তার মধুর রেশ
আবেশ ছড়াতে থাকে অনুক্ষণ।
কখন যে অলক্ষ্যে পেরিয়ে গেল
সুখের সে দিনগুলি
অজানাই রয়ে গেল রহস্য।
আমার চারিপাশে এখন
শূন্যতার ম্লান অন্ধকার
কেবলই হাতছানি দেয়,
অনেক লোকের ভীড়ে
আমার ঘরটি এখনও শূন্য পড়ে আছে।