কথায় আছে মানুষ যখন প্রেমে পড়ে তখন কবিতা লেখে। প্রেমে ছ্যাঁকা খেলেও কবিতা লেখে। হয়তো তাই। প্রথম জীবনে হয়তো প্রেমিক-প্রেমিকা একে অপরকে মুগ্ধ করতে ভাষার কারুকার্যে কথার ফুলঝুরি ছড়িয়ে কবিতার মালা সাজাতে থাকে। হয়ে যায় কোন মহাকাব্য। ধীরে ধীরে প্রেমের রং হয় ফিকে, মালা যায় শুকিয়ে। কারো কারো জীবনে ঘটে ছন্দ পতন। কেউ যায় হারিয়ে, কেউ বা হয়ে যায় কবিতায় বিখ্যাত। জন্ম নেয় কোন অগ্নিবীনা, কিংবা সোনার তরী।