বর্গী এসেছে, তাড়াবো বর্গী
রুখবো অন্যায়,
বর্গী এসেছে তাড়াবো বর্গী
প্রজ্জ্বলিত প্রত্যয়।


এসেছে বর্গী পিচঢালা রাজপথে
দু'পায়ে মাড়িয়ে দৃপ্ত অঙ্গিকার,
জেগে ওঠো সব বাঙ্গালী যারা
সইবো না আর এই অত্যাচার।


বাড়াও হাত করো প্রতিহত
সদা জাগ্রত শহীদ সেনা,
সোঁদা মাটির আকুল গন্ধ
খুঁজে দেখো আর পাবে না।


দুঃশাসনের প্রহসনে রক্তচোষা যত
মেরেছে মানুষ নির্বিচারে,
প্রতিবাদের রক্তছটায় বিক্ষুব্ধ জনতা
করেছে বন্ধন অনাহারে।


এভাবে না হোক যেভাবেই পারি
তাড়াবো বর্গী আজ,
জেগেছে বৃদ্ধ, কিশোর, যুবা
সেজেছে রণসাজ।