শ্বেত শুভ্র শরত আমার
ছড়াও বিভোর আলো,
কেন বিরল অনুভূতি
ভাল লাগা নিরবধি!
সুপ্ত মনের গহীন কোণে
আনন্দ জমকালো।


কেন আকাশ এত নীল
চঞ্চলতায় হয় মলিন,
দূর আকাশে স্বপ্ন ভাসে
বিবস মন হয় রঙ্গিন।


চাঁদের পাহাড় পায় না আহার
গরম তেলে নরম জল,
বিষন্নতায় মন পুড়ে হায়
চাঁদনী রাতে হয় বিকল।