পলাতকা আমি-
পালিয়ে বেড়াই জীবনের প্রতিটি স্বপ্ন থেকে,
হারিয়ে যেতে চাই দূরে- বহুদূরে
এক নির্জন স্বপ্নহীন মাদকতায়।
ভুলে যেতে চাই-
আশা নামের একটা শুকপাখি
একদিন খুব কাছে এসেছিল,
ভালোবেসে ছুঁতে চেয়েছিল আমার হৃত্পিণ্ড।
ভুলে যেতে চাই-
জীবনের সুতীব্র হাহাকার,
পাওয়া না পাওয়ার ইচ্ছারাশি,
বাসনার মালা গাঁথা প্রতারণার ধুম্রজাল।
শুধু মনে রাখতে চাই-
নৈশব্দের নির্জনতায় আমি একা,
আমার কোন স্বপ্ন নেই আশা নেই,
দিগন্ত জোড়া ভাবনা গুলো প্রেমহীন শুভ্র পালক।
আর আমি ভেসে যাই দূরে-বহুদূরে,
অস্পর্শ দেবতার হাত ধরে
এক নির্জন স্বপ্নহীন মাদকতায়।