কষ্টের স্রোতস্বিনী নদী
আজ বড়ই উতলা,
নিঃশ্বাসের ঘনত্ব বাড়ে
বাড়ে উতকণ্ঠার জ্বালা।


ক্ষণে কাছে পাওয়ার আনন্দ
ক্ষণে যায় দূরে,
ক্ষণে মন ব্যাকুল হয়
উন্মাদনার সুরে।


যখনি মনের কোণে
জাগে ক্ষীণ আশা,
মনের মাঝে উতল প্রেম
বাড়ায় হতাশা।