আজ আকাশটা এমন জবু-থবু হয়ে আছে যে
মনটাও কালো মেঘে ঢেকে গেছে।
চোখের তারার অযুত স্বপ্নগুলো ধীরে ধীরে ম্লান হয়ে
নীল চশমার আড়ালে ডুবে যাচ্ছে
মনের ভেতরে জেগে থাকা আমি
ক্রমশঃ হারিয়ে যাচ্ছি পাওয়া না পাওয়ার
অতল অন্ধকারে সীমাহীন নিস্তব্ধতায়।
শিউলী ফুলের নেশা ধরানো গন্ধ
এখন আর আমাকে ডাকে না ইশারায়,
কাশফুলেরা দেয় না দূরন্ত হাতছানি,
সাদা মেঘ গুলো মেলে দেয় না তাদের অবারিত ডানা
নিবিড় আলিঙ্গনে শরতের নীল জ্যোছনায়।
অস্পষ্ট চোখের ঝাপসা আলোয় কেবলি মনে হয়
শরতের নীল আকাশ এখন আর বুঝি নীল নয়।