কি এমন কথা!
যা এতটা সময় নিলে বলতে!
আর বললেই যখন
আরো আগে কেন বললে না!
অবশ্য দোষ তোমার না
দোষ আমারই।
আমার উচ্চাভিলাষী মন
একটুও সময় দেয় নি তোমাকে বলার।
বোঝার মত সেই মন
আমার ছিল না আদৌ।
ছিল না সেই চোখ-
যা তোমার চোখে পড়লে,
আমার লুকায়িত সৃজনশীল ক্ষমতা বেড়ে
যথা নিয়মে পড়তে পারতো
তোমার অব্যক্ত কথা।
আপসোস! যখন বললে-
তখন আমার মিইয়ে যাওয়া অবাধ্য রক্ত কণিকারা
টগবগ করে ফুটতে শুরু করেছে আবার।
ইচ্ছে হচ্ছে চঞ্চল কিশোরী হতে,
দু'পায়ে নুপুরের ঝঙ্কার তুলে
হেঁটে যেতে আপন মনে।
আর তোমার বুকে বেজে উঠবে
রিনিঝিনি সুরের রাগিনী।
আজ এত বছর পর!
যখন তোমার কপালেও পড়েছে
শুকিয়ে যাওয়া নদীর মত দীর্ঘ চিন্তার ভাঁজ।
আর এখন তুমি সাহস করলে বলতে- 'ভালবাসি'
এই কুড়ি বছর পর!