আমার মতো কেউ তোমাকে
এমন গভীর ভাবে ভালোবাসবে না,
এমন আকুতি ভরা চোখে
চেয়ে থেকে কেউ তোমাকে
এমন দরদ ভরা গলায় কাছে ডাকবে না।
বার বার বলেছি এ কথা-
বুঝলে না তুমি!
আত্ম অহমিকায় সরিয়ে নিলে নিজেকে,
অনাবিল সুখ মনে করে-
আমা থেকে দূরে-বহুদূরে
সরিয়ে নিলে সুকৌশলে তোমার অশরীরি ছায়া মূর্তিকে।
বোঝাতে চাইলে নানা ভঙ্গিমায় তোমার শ্রেষ্ঠত্ব।
যত বার কাছে যেতে চেয়েছি,
তোমার অহংকারী পাথুরে দেয়ালে ধাক্কা খেয়ে,
ডানা ভাঙ্গা পাখির মত ছট ফট করতে করতে
ফিরে এসেছি বার বার,
আমার এক চিলতে শান্তির আঙ্গিনায়।
আর এখন তুমি বল-
ফিরে এসো!
যখন আমি তোমা হতে যোজন যোজন মাইল দূরে
ঠিকানা বিহীন এক ভ্রান্ত পথিক।