ছায়াঘেরা মেঘ গুলো দিবানিশি
উড়ে বেড়ায় আকাশ জুড়ে,
নিরুত্তাপ চোখে চেয়ে থাকে
উদগ্র বাসনা বঞ্চিত
শরতের আধখানা চাঁদ।
এই বুঝি পূর্ণিমা এলো!
সমগ্র আকাশকে করবে আলোকিত।
নিভে যাওয়া স্তিমিত বনে জোছনা ছড়িয়ে
আলোয় আলোয় ভরে দেবে দিক-দিগন্ত।
অন্ধকারে নিমজ্জিত মানুষ গুলো পাবে
স্বস্তির অরূপ দিশা।
কলুষ মুক্ত হবে-
নর্দমায় পড়ে থাকা শত-সহস্র কীট-পতঙ্গ।
পূর্ণিমার আলো গায়ে মেখে
এরাও হবে একদিন-
অবিকল দিল সাচ্চা।