অলকে দণ্ডায়মান যে প্রতিচ্ছবি
নিরন্তর নিবিড়তায় কাছে টানে,
মুহুর্মুহু চমকে প্রাণের স্পন্দন
দৃষ্টির অন্তরালে দৃষ্টি হানে।


নির্জীব ভাবনায় ক্লান্ত হয় আঁখি
অকারণ শ্রমে ঝরে ঘাম,
অনিত্য সাধনে রাত ভোর হয়
হৃদয় কুঞ্জে জপে নাম।


দূর বালুকায় মরীচিকা হাসে
ঝিরিঝিরি কান্নায় কাঁপে বুক,
উলঙ্গ ভাবনায় কষ্ট হয় সারা
চেতনায় আবছায়া মলিন মুখ।


বিদীর্ণ বুকে মূঢ় বিভীষিকা
নিঃসঙ্গ রাত্রি মুখিয়ে থাকে,
মাধবী লতার ঝাড়ে বৈশাখী মন
অব্যক্ত স্মৃতির প্রতিমা আঁকে।