মুষ্ঠিবদ্ধ হাত এক কর
আর উত্তাল সমুদ্রের মত
গর্জন করতে করতে ফুঁসে ওঠ নির্ভীকতায়,
দিগ্বিদিক জ্ঞান শূণ্য হুঙ্কারে
মাতিয়ে তোল ভূ-মন্ডল।
দেখ তো রুখতে পারো নাকি?
আজ আমি বাঁধন হারা উন্মাতাল
চোখের সামনে যা কিছু পাবো
অন্যায়ের ধূম্রজাল,
ছিঁড়ে ফেলবো
সব ঘূণে খাওয়া তাল-বেতাল
সাফ করে দেব-
যুগ যুগ ধরে জমে থাকা
অবরুদ্ধ সব জঞ্জাল।
প্রতিবাদের ঝড় তোল আজ
ঝড় তোল সব কাটাকুটির দল,
শোষন কারীকে রুখতেই হবে আজ।
কেউ পাবে না রেহাই
যত অন্যায় কারীর দল,
ধুয়ে-মুছে আজ করবো পালিশ
নিপীড়নের নিপাট ঝুল কালিমা।