ঠিক যেমনটি চেয়েছিলাম
তেমনটি আর নাই বা পেলাম,
তবু আমি তোমাকে চাই
ঠিক যেমনটি চেয়েছিলাম।


হলুদ দুপুর চৈত্র বেলায়
বিবর্ণ নীল প্রজাপতি,
ঝিঁ ঝিঁ পোকার ছোট্র বুকে
বিপুল আলোর মাতামাতি।


লাল গোলাপের গন্ধ মেখে
প্রেমিক ভ্রমর যেমন আসে,
উচ্ছ্বলতার বেতস বনে
নীল সাগরের পদ্ম ভাসে।


দূরের আকাশ যেমন করে
দিগন্তকে কাছে টানে,
মাটির কোমল অনুভূতি
সেটা শুধু সে-ই জানে।


অপূর্ণ সব ব্যথার তোড়ে
কত কি যে হারিয়েছিলাম,
তবু আমি তোমাকে চাই
ঠিক যেমনটি চেয়েছিলাম।