নিঃশ্বাসের কাছাকাছি থেকেও
কেউ কেউ আপন হয়না,
পায় না স্থান মনের মণিকোঠায়।
যোজন যোজন মাইল দূরে থেকেও
কেউ কেউ ছু্ঁয়ে যায় হৃদয়ের শঙ্খচূড়
বাসা বাঁধে বিশ্বাসের গহীন আলোয়।
ঘাস ফড়িংয়েরা ডানা ঝাপটায়
নবীন প্রত্যুষে,
যেন জানান দিয়ে যায় তার
আগমনী সুর
হৃদয়ের সব দরজা যায় খুলে-
অভাবনীয় আনন্দের গভীর প্রত্যাশায়।
হাজার তারার আলোর নাচন
মুহূর্তে ছড়িয়ে পড়ে চারিদিকে।
দিগ্বিদিক আন্দোলিত হয়
আনন্দের আতিশয্যে,
কেটে যায় দুঃখ বোধ।
না পাওয়ার যন্ত্রণা ছাপিয়ে
জীবন হয় উদ্বেলিত,
এগিয়ে যায় এক অজানা জীবনের পথে।