বার বার বলতে চেয়েছি
আমার সাধারণ জীবনের কথা,
বোঝাতে চেয়েছি
আমার নগণ্য সীমাবদ্ধতাকে।
এতটাই উদগ্র লিপ্সা আর স্বার্থপরতায়
ঢাকা ছিল তোমার নির্লিপ্ত চোখ,
অবরুদ্ধ ছিল তোমার নির্বোধ মন,
যে বুঝতে চাইলে না আমি কি চাই।
শুষে নিলে আমার নবারুণ জীবন বোধ
ধ্বংস করে দিলে আমার আমিত্বকে।
স্বপ্ন ভঙ্গের যন্ত্রণায় নিঃশেষিত আমি
যখন পেছন ফিরে চাইলাম-
দেখলাম আমি অস্তিত্বহীন
এক নিঃসাড় জড় পদার্থ
আমার সামনে শুধু ধূ ধূ অন্ধকার।