দিন শেষে রক্তিম সূর্য্যটা
আস্তে আস্তে মিলিয়ে যায়
দিগন্তের পানে,
মিলিয়ে যায় সারাদিনের
কর্মব্যস্ত মানুষের আহাজারি
আর আনাগোনার শেষ রেখা,
থেকে যায় তার হিসাবের ডালি সাজানো
শেষ পদচিহ্ন।
তারই  শেষ আলোয় জেগে উঠা আমি
অবোধ শিশুর মত চোখ মেললাম।
দেখলাম দিনের শেষে গোধূলী আলোয়
আমার নতুন দিনের যাত্রা শুরু।
দিনের শেষে দিনের শুরু,
ক্লান্তি শেষে প্রত্যয়।
নতুন প্রভাতের ডাকে
আমার ক্লান্তি যায় টুটে,
জেগে উঠার আহ্বানে সাড়া দিয়ে
আমার ক্লান্ত চোখে নেচে বেড়ায়
অজস্র স্বপ্নের নীল ঘুড়ি,
বেচে থাকার রসদ বুকে নিয়ে
আমি আবার জেগে উঠলাম
গোধূলী প্রভাতে।