যখন আমি ছোট্র ছিলাম
ডাকতো আমায় বুবুজান,
চলত ফিরতো সরল প্রাণে
কথায় বিরল গেঁয়ো টান।


চোখ গুলো তার  টানা টানা
মুখে আধো মিষ্টি বোল,
পথে-ঘাটে দেখা হলেই
ছড়িয়ে পড়ত হাসির রোল।


আত্মীয় নয় বন্ধুও নয়
দাদু ভাইয়ের চেনা সে
রক্তের টান ছিল না বটে
থাকতো তবু সবার পাশে।


মা যেন তার আপন মা
ভাই-বোনেরা হয় আপন,
ছোট্র শিশুর গভীর প্রাণে
দোল দিয়ে যায় সে এখন।


ছোট্র বেলার সেই সে আপন
কোথায় এখন কেমন আছে
তাকে মনে পড়লে আমার
চোখের পাতা ভেজে পাছে।