না আজ আর কোন বাঁধা নেই কিছুতে,
বাধা নেই ছেড়ে দিতে
সাধ্য নেই আটকাবার।
দেখতে দেখতে পেরিয়ে গেল
এক দশকেরও কিছু বেশি
অথচ জানা হয় নি কিছুই,
দেখা হয় নি কিছুই।
চোখের পলক ফেলতে না ফেলতেই
টুং টাং শব্দে বেজে উঠল বিদায়ের ঘণ্টা।
হৃদয় গাঙ্গে ঢেউ তুলতে না তুলতেই
সব জল গেল শুকিয়ে।
আমি এখন তীরে বসে
শুধু শুধু পেছন ফিরে স্মৃতির পাতা উল্টাই
আর আনমনে খুঁজে বেড়াই জলের দাগ-
জলহীন শুকনো নদীর বুকে।
যেখানে উর্দ্ধশ্বাসে ছুটে বেড়াত জলপোকারা,
কানায় কানায় ভরিয়ে দিত
উপচে পড়া হৃদয় পাড়।
আজ এই বছর শেষের বিদায় লগ্নে
রঙ্গচটা স্মৃতির ঝুড়ি
আর ক্লান্ত সময়ের হাত ধরে
চলে যাচ্ছি অচ্ছুক স্বপ্নহীন গন্তব্যে।
যেখানে স্বপ্নীল কাঁচপোকারা
স্বপ্ন দেখার বায়না ধরবে না।
ইচ্ছের প্রজাপতিরা
পাখা ঝাপটাবে না আকাশে ওড়ার।
যেখানে সাধ থাকবে না,
বায়না থাকবে না,
আকাংখা থাকবে না।
শুধুই অপেক্ষা-
মিইয়ে যাওয়া সময়ের
কখন কি করে।