বললে বিশ্বাস করবে না,
শুধুমাত্র তোমার জন্য-
আজই আমি প্রথম ভালবাসার পথে পা বাড়ালাম,
তোমাকে স্পর্শ করবো বলে,
লাগামহীন জীবনের রূঢ়তা থেকে
ফিরে এলাম তোমার মমতার আঁচলে।
যে হাতে তুলে নিয়েছিলাম অস্ত্র,
শুধুমাত্র তোমার জন্য
সেই হাতেই শোভা পায়-
নীল পদ্ম, রক্ত করবীর ডাঁটা,
আর রজনী গন্ধার স্টিক।
যে চোখে ছিল সূর্য্যের গনগনে আগুন-
শুধুমাত্র তোমার জন্য
সেই চোখেই নেমে আসে
স্নেহময় প্রেমের অমিয়ধারা।
পৃথিবীটাকে অনেক বেশী আপন মনে হয়,
ধূ ধূ প্রান্তরকে মনে হয়
ভালবাসার শ্যামল ছায়া।
শুধুমাত্র তোমার জন্য
অনন্ত সময় প্রতীক্ষায় বসে থাকতে
আজ আর আমার খারাপ লাগে না।