অনুভবে অনর্গল
আস্তানা গাড়ে হৃদয় পিঞ্জরে,
হেঁটে যায় নিশিথে নিরন্তর
ধোঁয়াটে মেঘ ভর করে থাকে
ছুঁয়ে যায় আকাশ।
উড়ে যায় কাক-চিল
চিল-শকুনের রাজ্য হয় ফাঁকা
ঝকমকে রোদ্দুরে
দরজা খুলে জানায় আহ্বান,
স্বতন্ত্র ভঙ্গিমায় নির্দ্বিধায়
সামনে এসে দাঁড়ায় অনুক্ষণ
অক্লেশে বাড়ায় যুগল হাত
সৌহার্দ্যের করতল ছুঁয়ে
পৌঁছে যায় অন্য ভুবন ক্ষণে।