বিদায় দাও বলতেই-
অজানা আশঙ্কায় কেঁপে উঠে বুকের লহরী,
বন্ধন ছেঁড়া যন্ত্রণায় অকস্মাত থেমে যায় হৃত্পিন্ড।
অধীর ব্যকুলতায় দুলে উঠে ভারাক্রান্ত মন,
দুমরে মুচরে ভেঙ্গে যায় পাঁজরের সব ক'টা হাড়।
ব্যথাতুর মনে জাগে করুণ হাহাকার,
ছেড়ে দিতে চায় না সে কিছুতেই-
তবুও ছেড়ে যে দিতেই হবে।
সন্মুখে দাঁড়িয়ে অজর ভবিষ্যত
অনাবিল আনন্দে প্রতীক্ষায় দিন গুনছে,
মর্মভেদী আর্তনাদে যতই কাঁদে মন-
ছেড়ে যে দিতেই হবে।
ইচ্ছা কিংবা অনিচ্ছা কোন কিছুই
আজ আর তোমাদের পিছু আটকাতে পারবে না
ভালবাসার অমোঘ টানে।
অশ্রুসিক্ত নয়ন আশির্বাদে পূর্ণ-
চোখের জলের পিচ্ছিলতায়
অপেক্ষমান রোদ্রজ্জ্বল দিন।
স্বপ্নের মদিরতায় কেবলই এগিয়ে যাওয়া,
তাই যাওয়া-আসার নিষ্ঠুর খেলায়
বিদায় দাও বলতেই-
ক্ষণিকের তরে থমকে যায় পৃথিবী,
হঠাত তপ্ত হাওয়ার ঝাপটা লাগে বুকে
স্তব্ধ হয় হৃত্পিণ্ড।