আমি বিজয় দেখতে চেয়েছিলাম -
লাল আলোয়ানে ঢাকা সূর্য্যের আগুন বুকে
ছেঁড়া আচঁলে জড়ানো মায়ের গোধূলী চোখে।


আমি বিজয় দেখতে চেয়েছিলাম -
কুয়াশার চাদর বিছানো ঘাসের রূপালী শিশিরে
ফুল আর পাখিদের ঘুম ভাঙ্গানী গানের নির্ঝরে।


আমি বিজয় দেখতে চেয়েছিলাম -
অনাঘ্রাত কিশোরীর চপল পায়ে
ছুঁয়ে যাওয়া খুশীর ঝলকে,
উচ্ছ্বল তরুনীর স্বপ্নীল চোখের
দুষ্টু হাসির পলকে।


আমি বিজয় দেখতে চেয়েছিলাম -
প্রচণ্ড উদ্যমে ঘর্মাক্ত কৃষকের
চকচকে লাঙ্গলের মসৃণ ফলায়
জয়ের উল্লাসে দৃপ্ত শ্রমিকের
দুর্মর সংকল্পের কঠিন মেলায়।


আমি বিজয় দেখতে চেয়েছিলাম -
অনাবিল বসন্তের সবুজ চত্বরে
বৃষ্টিস্নাত মৃত্তিকার সোঁদা গন্ধে,
অতৃপ্ত প্রশ্বাসের উদ্বেল স্রোতে
বয়ে যাওয়া জীবনের রন্ধ্রে রন্ধ্রে।