আমি হতে চাই মহীয়সী নারী
এই কাক ডাকা শহরে,
আমি ছুঁতে চাই ঝকঝকে আকাশ
এই অতৃপ্ত রোদ্দুরে।


আমি হতে চাই বঙ্গ জননী
চির চেনা শহীদের,
যারা ভেঙ্গেছে ঘরের আগল
ছুঁতে চাই আমি তাদের।


আমি হতে চাই বেগম রোকেয়া
নারী মুক্তির সেনা,
দিনে দিনে যে ভেঙ্গেছে দূর্গ
পথ করেছে চেনা।


সেই আমি হব সেই আমি
যে গাইব মুক্তির গান,
নারী জাগরণের দৃপ্ত শপথে
জাগে শিখা অনির্বাণ।