মেঘের প্রদীপ চোখ মেলছে না
মনের ভেতর অন্ধকার
দুঃস্বপ্নেরা করছে আনাগোনা
শূণ্য হৃদয় অন্তসার।


ইচ্ছের ডানা হলদে কুটুম
মাধবী লতার শূণ্য ঝাড়
কৃষ্ণচূড়ার আগুন বুকে
পুত্র শোকের হাহাকার।


ঝড়ো হাওয়ায় দুলছে কেন
দেয়ালের ঐ লাল পোষ্টার
কৃত্রিম পায়ে চলছে পথিক
ধুক ধুক করে জীবন পার।


বক্র পথে হাঁটছে মানুষ
জীবন বোঝা চটকদার
অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে
বাঁধা-বিঘ্ন হয় উদ্ধার।