সুদূর আকাশ দিগন্তে মিলায়
প্রখর রোদে তপ্তশ্বাস
বিরহী কোকিল ছাড়িয়া বিস্বাদ
গৃহকোণে গোপন বাস।


মেহগিনি বন ভয়ে জবু থবু
এই বুঝি এলো করাল গ্রাস
জলপাই রঙ্গের ট্যাঙ্ক আতঙ্কে
বুদ্ধিজীবী অন্তর বাস।


শত্রু সেনা এলো বাংলার বুকে
পঙ্গু করবে সোনার বাংলাকে
আছে যত বিরল বুদ্ধিজীবী গণ
মরবে আজ ঝাঁকে ঝাঁকে।


হানল আঘাত শত্রুরা দরজায়
নিখোঁজ হল জ্ঞানী গুণী জন
পঙ্গুত্বের ভারে নুব্জ হল দেশ
খুঁড়িয়ে চলছে প্রতিক্ষণ।