বিজয়ের ঐ রক্তিম সূর্য্যটাকে আমি দেখেছি
গাঢ় সবুজ পতাকার মাঝখানে
রক্ত লাল বিজয় চিহ্ন বুকে আঁকা।
বিজয়ের পতাকা-
বিজয়ের গর্বে গর্বিত হয়ে
আজও অতন্দ্র প্রহরীর মত
মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে দিনরাত।


শত কোটি বাঙ্গালীর
বিজয়ের গৌরব মিশ্রিত এই পতাকা,
তোমাকে সমুন্নত রাখতে-
আজও বুকের রক্ত ঢেলে দিতে পারে
অকুতোভয় বাঙ্গালীর শ্রেষ্ঠ সন্তানেরা
গাজী গাজী বলে আজও মাঝি
ঝাঁপিয়ে পড়তে পারে
জীবন বাজী রেখে নির্ভাবনায়।
আজও চেতনায় দীপ্ত হয়ে
উজ্জীবিত হতে পারে
প্রগতিশীল তরুণ প্রজন্ম।


বিজয় পতাকা তোমাকে রক্ষার প্রতিজ্ঞায়
আজও দুখিনী মা খুলে দিতে পারে
তার মমতার আঁচল,
আজও নতুন সাজে সজ্জিত নববধূ
মুছে দিতে পারে তার ভালবাসার মেহেদির রঙ।
চারিদিকে বিক্ষোভের আগুন জ্বালিয়ে
একের পর এক ছিনিয়ে আনতে পারে
রক্তরাঙ্গা বিজয় পতাকা
ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে
যা আজও প্রজ্জ্বলিত।