আমার কল্পিত মনস রাজ্যে সুনসান নিরবতা,
পাতা ঝরার মর্মর শব্দে ছুটে যায় হরিণ শাবক।
শান বাঁধানো শ্যাওলা ঘাটে বয়ে যায়
শরতের ঝিরঝিরে বাতাস,
পড়ন্ত বিকেলের কোমল আলোয় উড়ে বেড়ায়
রাশি রাশি সাদা পুঞ্জ মেঘের ফেনা,
নদীর ধারের কাশ বন গুলো
হঠাত ডানা মেলে দিয়েছে দূর আকাশে।
আর আমি অবাক বিস্ময়ে
ঘোর লাগা চোখে চেয়ে দেখি
কুঁচকে যাওয়া চামড়ার ভাঁজে
ফেলে আসা দিনের প্রান্তিক ঝিলিক আলো ছড়ায়।
জীবনের শেষ ধাপে খুঁজে পায় নতুনের আহ্বান,
নতুন কোন স্বপ্নে বিভোর মদির চোখে বিচ্ছিন্ন জল রাশি
গোপনে ঝংকার তোলে গভীর ব্যথায়,
ভেঙ্গে যায় বুকের পাঁজর।
গোটা কতেক ভিন্ন মানুষ কাছাকাছি এসে
নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে
হয়েছে একান্ত আপন।
উঠে দাঁড়াবার সাহসে পথ খোঁজে
দিনান্তের শেষ প্রান্তে, গোধূলী লগ্নে।