সুখ পাখিটা ছটফট করছে যন্ত্রণায়
ভাল নেই সে মোটেই,
ভালবাসার খরস্রোতা নদী
অনুদাহে শুকিয়ে কাষ্ঠ মরু।
চাঁদের টানে ভাসে না প্রেম সুধা
রাখালিয়া বাঁশি সুদূর দিগন্তে মিলায়,
বরুণার বুকে লাগে না রঙ্গের ছটা
সুগন্ধি রূমালে ভেজায় না অসীম আঁখি।
খুশির দমকে জাগে না অবাধ উচ্ছ্বাস
নীল পদ্মেরা হাসে না দীঘির স্বচ্ছ্ব জলে,
রূমালের কোণে হয় না লেখা আর-
'ভুলনা বন্ধু আমায়'।
অরূপ জোছনায় হয় না মাখামাখি
ডাহুক-ডাহুকীর কান্না ঝরে পড়ে,
বিদীর্ণ বুকে সজোরে আঘাত হেনে
প্রিয়জন দূরে চলে যায় অকপটে।
পেছন পানে চায় না প্রেমিক পুরুষ
দূর মরীচিকা দেয় তারে হাতছানি।