ফিরে যেতে ইচ্ছে করে
ছেলেবেলার মন মন্দিরে
মাটির হাঁড়ি ঘোড়ার গাড়ি
মণ্ডা-মিঠাই হাওয়াই মুড়ি।


জীবন চলার কঠিণ পথে
ছুটে চলা সময় রথে
না পাওয়া সব সামনে এসে
সুখ স্বপ্ন যায় যে ভেসে।


কত হাসি কত খেলা
মেঘের বুকে তারার মেলা
উদোম হাওয়ায় হাত-পা ছোঁড়া
নিশি রাতে স্বপ্ন তোড়া।


আগুন নদী হারায় যদি
বিকেল বেলার সুখ মদি
আকুল করা প্রাণের টানে
ছেলেবেলা আঘাত হানে।